পোষা কুকুরকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ
পোষা কুকুরের নাম চৌধুরী। তাকে হত্যা চেষ্টার ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কুকুরটির মালিক।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উখিয়ার ঘোনা টিলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দায়ের কোপে মারাত্মক আহত হয়েছে চৌধুরী (কুকুরটি)।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা টিলা পাড়ার মোহাম্মদের ছেলে জিল্লুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কুকুরের মালিক নুরুল ইসলাম।
জাগো নিউজকে তিনি বলেন, অভিযুক্ত জিল্লুর রহমান আমার প্রতিবেশী। আমাদের চৌধুরীর সঙ্গে তাদের পোষা কুকুরটি ঝগড়া দেয়। এসময় জিল্লুর রহমান এসে আমাদের চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দেয়। কোপের আঘাতে চৌধুরীর ডান পাশে গর্দানে গুরুতর জখম হয়।
তিনি আরও বলেন, আহত চৌধুরীকে (কুকুর) দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কুকুরের জখমের চিকিৎসা করাই। আমি অভিযুক্ত জিল্লুর রহমানের উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, অভিযোগের বিষয়টি এখনো জানা হয়নি। তবে এমনটি হয়ে থাকলে বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জেনে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সায়ীদ আলমগীর/এনআইবি/জিকেএস