ভোলা

সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১২ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে মো. সজীব (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। সজীব উপজেলার দেউলা দেউলা গ্রামের মো. আবুল কালামের ছেলে।

বোহরনউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সজীবের সঙ্গে কয়েকজন যুবকের মারামারি হয়।

পরে স্থানীয়রা সজীবকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনা এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে আমরা খবর পেয়ে তদন্ত করে যাচ্ছি।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।