কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবদুস সোবহানের ইন্তেকাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৯ এএম, ১৩ জানুয়ারি ২০২৪

কক্সবাজারের উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন জাতির এ শ্রেষ্ঠ সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় মরিচ্যাপালং মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনিই এ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান কক্সবাজার ও বান্দরবান জেলার (মহকুমার) মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনিই কক্সবাজার জেলা শহরের পাবলিক হল মাঠের আমগাছ তলায় ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা দিয়ে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। তিনি তখন ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার জেলার বিভিন্ন মহল। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।