মহেশপুরে সোনার ৪০ বারসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত এলাকা থেকে সোনার ৪০টি বারসহ রিমন হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক রিমন মাটিলা গ্রামের হযরত আলীর ছেলে।

বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, মাটিলা এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতে সোনা পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৫২/১৮ আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবি। এসময় সীমান্তের দিকে হেটে আসা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি কাপড়ের ব্যাগ ফেরে পালানোর চেষ্টা করে। এদের মধ্যে একজন ভারতে পালিয়ে গেলেও রিমন হোসেনকে আটক করে বিজিবি।

তিনি আরও জানান, তাদের ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে চার কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০ টি সোনার বার জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক বাজার মূল্য চার কোটি পাঁচ লক্ষ ৯৯ হাজার ৪৭১ টাকা। তার বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর ও জব্দ সোনার বার জেলা ট্রেজারি শাখা জমা দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।