ধলেশ্বরীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর এলাকায় ধলেশ্বরী তীর দখল করে গড়ে উঠা ইটভাটার গাইড ওয়াল, বাঁশের পাইলিংসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পারিচালিত হয়। এসময় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

nara-(3).jpg

অভিযানকালে বিভিন্ন ইটভাটার সাতটি গাইড ওয়াল, ১০ বালুর গদি, ১৬ বাঁশের পাইলিংসহ ৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিন বাল্কহেডের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, ধলেশ্বরীর দুই পাশে গড়ে ওঠা ইটভাটার গাইড ওয়াল ও বাঁশের পাইলিং নির্মাণের মাধ্যমে নদী দখল করা হয়েছিল। আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

nara-(3).jpg

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার ও সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্যরা।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।