সিদ্ধিরগঞ্জে পথচারী নিয়ে খালে ভেঙে পড়লো ব্রিজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৪০ এএম, ১৮ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডস্থ হিরাঝিল আবাসিক এলাকার কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়েছে। এসময় ব্রিজে কয়েকজন পথচারী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এর আগেও ব্রিজটি একবার ভেঙে পড়েছিল। তখন তাৎক্ষণিকভাবে এই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তা কাঠ দিয়ে সংস্করণ করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি ভেঙেপড়া অবস্থায় ৩-৪ জন পথচারী পারাপার হচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ মাঝখান থেকে পড়ে যান তারা। তবে সঙ্গে সঙ্গে উঠে আসতে পারেন।

এ বিষয়ে নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, অতিদ্রুত ব্রিজটি সিটি করপোরেশনের মাধ্যমে সংস্কার করা হবে। এর আগে আমি নিজ অর্থায়নে সাময়িকভাবে সংস্কার করে দিয়েছিলাম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

রাশেদুল ইসলাম রাজু/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।