নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

সভায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মেহেদী হাসান তালুকদার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু, জেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমানসহ সব পর্যায়ের বিচারক, গণপূর্তসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডল দ্রুত মামলা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এসময় বিচারক মেহেদী হাসান তালুকদার জানান, ট্রাইব্যুনালের মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এছাড়া সবাই সহযোগিতা করছেন বলেই এটা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।

সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেন, নওগাঁয় মামলাজট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিষ্পত্তিতে আগামীতেও সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের নির্ধারিত ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মশিউর রহমান/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।