নওগাঁয় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা, ৩ চালের গুদাম সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

নওগাঁয় অনুমোদিত সীমার অতিরিক্ত ধান ও চাল মজুতের অপরাধে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়। মিডিয়া সেলে এ তথ্য জানান জেলা প্রশাসক গোলাম মওলা।

নওগাঁ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ, মহাদেবপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা এবং মান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এসব অভিযান পরিচালনা করেন।

নওগাঁয় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা, ৩ চালের গুদাম সিলগালা

ভ্রাম্যমাণ আদালত জানান, নওগাঁ সদরে মেসার্স তছিরন অটোমেটিক রাইসমিলকে অবৈধভাবে চাল মজুতের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স আর এম রাইস মিলের মালিক রফিকুল ইসলামকে কৃষি বিপণন আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তার তিনটি গুদাম সিলগালা করা হয়। মেসার্স এম এম অটোরাইসমিলকে তিন হাজার ১০০ মেট্রিক টন ধান মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নওগাঁ শহরের হাজি মফিজ উদ্দিন অটোরাইসমিলে অনুমোদনবিহীন চাল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মেসার্স জায়েদা ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে মেসার্স সুফিয়া অটোমেটিক রাইসমিলকে অনুমোদনবিহীন ধান ও চাল মজুতের দায়ে কৃষি বিপণন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মহাদেবপুরে মেসার্স নাহার আরমান অটোমেটিক রাইসমিলে এক মাসের বেশি সময় ধান সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা, মেসার্স শাপলা অটোমেটিক রাইসমিলে ১৫ দিনের বেশি চাল সংরক্ষণ করায় ২০ হাজার টাকা এবং মেসার্স দাদা অটোমেটিক রাইসমিলে ১৫ দিনের বেশি চাল সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

নওগাঁয় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা, ৩ চালের গুদাম সিলগালা

এছাড়া মান্দা উপজেলার সাবাই হাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ধান মজুতসহ লাইসেন্স না থাকায় মিলমালিক ফয়জুল ইসলামকে ২০ হাজার এবং সুমন কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, শনিবার নওগাঁয় ১১টি মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, ধান-চালের দাম নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন স্থানে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মশিউর রহমান/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।