হাঁড়কাপানো শীতে নওগাঁয় বিপাকে নিম্ন আয়ের মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:২০ এএম, ২১ জানুয়ারি ২০২৪

উত্তরের জেলা নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন। রোববার (২১ জানুয়ারি) নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে সকাল ১০টার পরও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

Nouga-(3).jpg

শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে বালুডাঙ্গা যাওয়ার পথে কথা হয় অটোরিকশাচালক বাবুলের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও আশপাশ ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। শীতে হাত বরফ হয়ে যাচ্ছে, গাড়ির হ্যান্ডেল ধরে রাখা যাচ্ছে না।

বাবুল আরও বলেন, শীতে কষ্ট হলেও কিছু করার নেই। আমরা গরিব মানুষ রাস্তায় বের না হয়েতো উপায় নেই।

শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় বাসচালকের সহকারী তৌহিদের সঙ্গে। তিনি বলেন, শীতে লোকজন ঘর থেকে বের হচ্ছে না। তাই বাসে যাত্রী কম হওয়ায় আমাদের রোজগারও কমে গেছে।

Nouga-(3).jpg

মহাদেবপুর উপজেলার চকগৌরিহাটে ধান বিক্রি করতে এসেছেন কৃষক আনোয়ার হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, বোরো আবাদের জন্য জমি তৈরি করতে হবে। কিন্তু এত শীত পড়েছে যে পানিতে নামতেই ভয় লাগছে। এ অবস্থায় কাজের লোকও পাওয়া যাচ্ছে না। কয়েকদিনের মধ্যে শীত একটু না কমলে আমাদের খুব মুশকিল হবে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও দুই-এক দিন অব্যাহত থাকতে পারে।

মশিউর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।