জয়পুরহাটে দুই ফিড মিলের ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

জয়পুরহাটের সদর উপজেলায় বিএসটিআইয়ের মান সনদ না থাকায় দুই ফিড মিলের ২০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিরা।

রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পযর্ন্ত সদরের বিসিক শিল্পনগরীর বিভিন্ন ফিড মিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে বিএসটিআইয়ের মান সনদ না থাকা, অন্য ফিড মিলের নামে প্যাকেটজাত ও মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রি (প্রা.) লিমিটেডকে ১০ হাজার টাকা ও একই এলাকায় মেসার্স পল্লি ফিড অ্যান্ড চিকসকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন- রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।

তিনি জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে। আজকের অভিযান পরিচালনাকালে দুই ফিড মিলের দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।