নেত্রকোনায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় গৃহবধূ পারুল আক্তারকে ধর্ষণের দায়ে যুবক শাহীন মিয়াকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শাহীন মিয়া পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম বৃহস্পতিবার সন্ধ্যায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শাহীন মিয়া একই গ্রামের পারুল আক্তারকে পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখায়। প্রলোভন দেখিয়ে ২০০৬ সালের ১৯ আগস্ট মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ে যায়। শাহীন মিয়া সেখানে একটি ঘর ভাড়া নিয়ে ১৮ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে। এরপর শাহীন ঘরের মালিকের স্ত্রীর সহযোগিতায় কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে এসে নিজেই বাদী হয়ে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আসামি শাহীন মিয়ার বিরুদ্ধে ২০০৭ সালের ২৪ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচারক ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। এরপর আসামি শাহীন মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল হান্নান রঞ্জন।

কামাল হোসাইন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।