নাটোরে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কয়েনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া স্কুলমাঠে ভলিবল খেলার আয়োজন করেন স্থানীয়রা। খেলা শুরুর আগে দুপুর ১টার দিকে কয়েনবাজার এলাকার লোকজনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ধানাইদহ গ্রামের বাসিন্দাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়েন। এসময় ইটের আঘাতে উভয়পক্ষের পাঁচজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

jagonews24

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।