মৃদু শৈত্যপ্রবাহ, নাটোরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

নাটোরের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২২ জানুয়ারি) জেলার তাপমাত্রা কমে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এ কারণে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘তাপমাত্রা সাড়ে ৯.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় ২২ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাপমাত্রা যদি এরকম নিম্নগামী থাকে তবে আবারও নতুন করে ঘোষণা দেওয়া হবে।’

আবহাওয়া অফিসের তথ্যমতে, নাটোরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে।

রেজাউল করিম রেজা/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।