মাহিন্দ্রের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভালাইপুর দর্গামোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পান্তাপাড়া গ্রামের আবুল কাশেম (৫৫) এবং পাশ্ববর্তী ঘুগরি গ্রামের আলমগীর হোসেন (৩৫)।

মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজবল্লভ সাধু জাগো নিউজকে জানান, মাহিন্দ্রযোগে যাত্রীরা মহেশপুর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভালাইপুর দর্গামোড়ে এসে পৌছালে সামনের দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম ও আলমগীর হোসেনের মৃত্যু হয়।

jagonews24

তিনি আরও জানান, নিহতদের মধ্যে আবুল কাশেম ঝিনাইদহ আদালতে একটি মামলার কাজে যাচ্ছিলেন এবং আলমগীর হোসেন পাসপোর্ট সংক্রান্ত কাজে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন।

মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেওয়া হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া তাসলিমা, সেলিম, আকিদুল, কালু ও এক বৃদ্ধসহ আহত পাঁচজনকেই যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের মাথা, মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এদের মধ্যে নাম পরিচয় না পাওয়া বৃদ্ধের শারীরিক অবস্থা বেশি খারাপ।

আব্দুল্লাহ আল মাসুদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।