সোনারগাঁয়ে প্রবাসীকে ডেকে নিয়ে হাতুড়িপেটায় হত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে আল আমিন (৪২) নামে এক সৌদি প্রবাসীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বালুরচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে হত্যাকাণ্ডে জড়িত সুজন মিয়াকে পুলিশ আটক করে।

আল আমিন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

আল আমিনের ভগ্নীপতি হাবিবুর রহমান জানান, আব্দুল মতিনের ছেলে সুজন মিয়ার সঙ্গে চাচাতো ভাই আল আমিনের পূর্ব শত্রুতা ছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আল আমিন সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। বিকেল ৩টার দিকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে প্রবাসী আল আমিনকে ডেকে নিয়ে যান সুজন মিয়া। মেঘনা উপজেলার বিভিন্ন চরে বেড়ানো শেষে সন্ধ্যার পর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে তাকে হত্যা করেন সুজন মিয়া।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, সৌদি প্রবাসী হত্যাকাণ্ডের ঘটনায় সুজন মিয়াকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা হলে তাকে সেখানে হস্তান্তর করা হবে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রবাসীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।