মামলার ১৫ বছর পর নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ৩০ জানুয়ারি ২০২৪

নড়াইলে মাদক কারবারি কাদের বিশ্বাসকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের করিম বিশ্বাসের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে বাস তল্লাশির সময় কাদের বিশ্বাসের কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত মাদক কারবারি কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।