জাকির তালুকদার

প্রতিষ্ঠানের মান যখন নিম্নগামী পুরস্কার তখন অর্থহীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪
কথাসাহিত্যিক জাকির তালুকদার

১০ বছর পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ প্রসঙ্গে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। নিজ চেম্বারে দেওয়া এক সাক্ষাৎকারে এর কারণ ব্যাখ্যা করেন তিনি।

জাকির তালুকদার বলেন, ২০১৪ সালে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ার পরে বাংলা একাডেমিকে নানাভাবে সৃজনশীল ভূমিকা পালনের জন্য মত দিয়েছি। প্রথমত, একটি নির্বাচিত প্রতিনিধি দ্বারা বাংলায় প্রকৃতভাবে যারা সাহিত্য পুরস্কার পাওয়ার যোগ্য তাদের পুরস্কারে ভূষিত করা, সৃজনশীল লেখকদের লেখা প্রকাশনী ও বিভিন্ন ভাষায় রূপান্তর করে প্রকাশনার উদ্যোগ নেওয়া এবং বইমেলার মতো কাজে বাংলা একাডেমিকে জড়িত না করে তা প্রকাশনী সংস্থাগুলোর হাতে ছেড়ে দেওয়া। কারণ বইমেলার এ দীর্ঘসময়ে বাংলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের ব্যস্ত থাকতে হয়। ফলে বাংলা একাডেমির মূলকাজ ব্যাহত হয়। কিন্তু বাংলা একডেমির কর্মকর্তারা একমত হলেও তা পরিবর্তনের কোনো উদ্যোগ নেননি। এসব কারণে বাংলা একাডেমি যেভাবে চলছে, তাতে আমি সন্তুষ্ট নই। এটাই পুরস্কার ফিরিয়ে দেওয়ার প্রধান কারণ।

আরও পড়ুন: বাংলা একাডেমি পুরস্কার ফেরত: যা বললেন জাকির তালুকদার

প্রতিষ্ঠানের মান যখন নিম্নগামী পুরস্কার তখন অর্থহীন

কথাসাহিত্যিক জাকির তালুকদার বলেন, ‘গণতন্ত্রহীনতা, আমলাতান্ত্রিকতা, প্রতিষ্ঠানের মানের নিম্নগামিতা এবং আড়াই দশক ধরে নির্বাচন না দিয়ে নিজেদের পছন্দমতো লোক দিয়ে একাডেমি পরিচালনায় নির্বাহী পরিষদ গঠন করা হচ্ছে। প্রতিষ্ঠানের মান যখন নিম্নগামী হতে থাকে, তখন এই পুরস্কার অর্থহীন হয়ে যায়। এজন্যই আমি পুরস্কার ফেরত পাঠিয়েছি।’

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে পাওয়া ক্রেস্ট ও সম্মানীর চেক ডাকযোগে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন বলেও জানান জাকির তালুকদার।

প্রতিষ্ঠানের মান যখন নিম্নগামী পুরস্কার তখন অর্থহীন

৫৯ বছর বয়সী কথাসাহিত্যিক জাকির তালুকদারের জন্ম নাটোরে। তিনি পেশায় একজন চিকিৎসক। এমবিবিএস ডিগ্রি লাভের পর স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন স্বাস্থ্য অর্থনীতিতে। চিকিৎসা ও গবেষণায় কাজ করেছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সরকারি চাকরি না করে সাহিত্যকেই ধ্যান-জ্ঞান হিসেবে বেছে নেন তিনি।

তার লেখা উপন্যাসের মধ্যে রয়েছে ‘কুরসিনামা’, ‘বহিরাগত’, ‘মুসলমানমঙ্গল’, ‘পিতৃগণ’, ‘কবি ও কামিনী’, ‘মৃত্যুগন্ধী’। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ তিন ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে তার।

প্রতিষ্ঠানের মান যখন নিম্নগামী পুরস্কার তখন অর্থহীন

২০১৪ সালে সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন পুরস্কারে ভূষিত জাকির তালুকদার।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।