ঝালকাঠি

২২০ বোতল ফেনসিডিল রাখায় কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

ঝালকাঠিতে ২২০ বোতল ফেনসিডিল রাখার দায়ে কমল চন্দ্র শীল (৪২) নামের এক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ১৬ আগস্ট রাত ৯টায় শহরের কালিবাড়ি সড়কে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় অভিযানে কমল চন্দ্র শীলের বাসা থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন। একই বিভাগের উপ-পরিচালক ইসতিয়াক হোসেন ২০২২ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো।

মো. আতিকুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।