নড়াইলে ভুয়া চিকিৎসকের তিন মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

নড়াইলের লোহাগড়ায় মো. সফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

মো. সফিফুল ইসলাম যশোর জেলার বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, মো. সফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রোগী চিকিৎসা করতেন এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভুয়া চিকিৎসক মো. সফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রোগী চিকিৎসা করতেন। গোপন সংবাদ পেয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. সাজেদা পলিন বলেন, অভিযুক্ত ব্যক্তি কোনো রকম চিকিৎসা বিষয়ক শিক্ষাগত যোগ্যতা ছাড়াই চিকিৎসা দিয়ে আসছিলেন। তাকে গ্রেফতার করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাফিজুল নিলু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।