লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল থেকে ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩১ জানুয়ারি ২০২৪

ডামি অবৈধ সংসদ বাতিলসহ খালেদা জিয়া ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল করতে গিয়ে আবদুল সোহান নামে এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বটতলি বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক সোহান উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ছাত্রদল সূত্র জানায়, ডামি অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন ও খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিলের কর্মসূচি ডাকা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে বটতলি বাজারে মিছিল বের করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা সোহানকে আটক করে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ মিছিলে বাধা দিয়ে ছাত্রদল নেতা সোহানকে আটক করেছে। ঘটনাস্থলে তাকে মারধরও করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক ছাত্রদল নেতা থানা হেফাজতে রয়েছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।