নাশকতারোধে টাঙ্গাইলের ৩ রেল স্টেশনে সিসি ক্যামেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

নাশকতারোধে টাঙ্গাইলের তিনটি রেল স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশনগুলো হলো বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন, টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন ও মির্জাপুর রেল স্টেশন।

জানা যায়, সম্প্রতি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালীন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন লাগার ঘটনায় এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, নাশকতারোধে ও জননিরাপত্তার জন্য সম্প্রতি টাঙ্গাইলের তিনটি রেল স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন রেল স্টেশনগুলো পুলিশ সদস্য মোতায়েনসহ রেল লাইনের নিরাপত্তায় আনসার নিয়োগ করা হয়েছে। তারা সার্বক্ষণিক রেল লাইন দেখভাল করছেন।

আরিফ উর রহমান টগর/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।