ইজতেমা

নিজেদের ‘শুরায়ে নিজাম’ বলার অনুরোধ জোবায়ের পন্থিদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:২২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজনকারী পক্ষের মুরুব্বী মুফতি আমানুল হক তাদেরকে জুবায়ের পন্থি না বলে ‘শুরায়ে নিজাম’ বলার জন্য অনুরোধ করেছেন। টঙ্গীর ইজতেমার শুরুর দিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ইজতেমার ময়দানে বিদেশি ক্যাম্পের পাশে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি তাবলীগ জামাতের প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, তাবলীগ জামাতে বিভক্তির মূল কারণ হলো ওনারা একজন ব্যক্তিকে (সাদ সাব) মেনে চলেন। আর আমরা একটা জামাতকে মেনে চলি, যারা সকলে মিলে পরামর্শ করেন এবং সেই পরামর্শকে মেনে চলেন।

তিনি বলেন, আমরা মাওলানা জুবায়ের সাবকে ফলো করি না, জোবায়ের সাবসহ একটা জামাত আছে, আমারা সেই জামাতকে মেনে চলি, যারা সকলে মিলে কোনো বিষয়ে পরামর্শ করেন। আমরা সেই পরামর্শকে ফলো করি। ব্যক্তি কখনো নিরাপদ নয়, তবে পরামর্শ নিরাপদ।

তাই তিনি তাদেরকে ‘জোবায়ের পন্থি’ না বলতে সাংবাদিকদের অনুরোধ করেন। তারা তাদেরকে ‘শুরায়ে নিজাম’ বলার অনুরোধ করেছেন। তারা নিজেদেরকে ‘শুরায়ে নিজাম’ বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অপরদিকে তাবলীগ জামাতের অপরপক্ষের মুরুব্বী মাওলানা ওয়াসিফুল ইসলাম বলেন, মুফতি আমানুল হকের বক্তব্য সঠিক নয়। সাদ সাব নিজেকে নিজে আমির ঘোষণা করেননি। তাদের একটি পরামর্শক কমিটি আছে, তারাই তাকে আমির বানিয়েছেন এবং যেকোনো বিষয়ে ওই পরামর্শক কমিটি আমিরকে পরামর্শ দেন। পরে তার বাস্তবায়ন করেন আমির। প্রতিপক্ষই ইসলাম তথা ধর্ম প্রচার নিয়ে বিতর্ক করছেন।

সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।