মির্জাপুর

অবৈধভাবে বালু উত্তোলন-মাটি কাটার অভিযোগে লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।

এসময় দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া একটি ড্রেজারের বিপুল পরিমান পাইপ ধ্বংসসহ জব্দ, দুইটি মাহেন্দ্র, একটি লোভেট ও দুইটি মাটি কাটার ভেকু জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলার উপর দিয়ে বংশাই, লৌহজং নদী ও ধলেশ্বরী নদীর শাখা প্রবাহিত। এরমধ্যে বংশাই নদীর যোগীরকোফা, রশিদ দেওহাটা-কদিম দেওহাটা এবং গোড়াই মমিননগর মৌজায় প্রায় ১৩৫ একর ভূমিতে দুটি সরকারি বালু মহাল রয়েছে।

jagonews24

সম্প্রতি এ দুটি বালু মহলসহ উপজেলার অর্ধশতাধিক স্পটে অবৈধভাবে নদীর বালু, পাহাড়ি টিলার লালমাটি ও ফসলি জমির মাটি কাটা শুরু হয়েছে। বেপরোয়াভাবে মাটি কাটা ও গ্রামের রাস্তা দিয়ে ভারি ডাম্প ট্রাক ও মাহেন্দ্র দিয়ে পরিবহন করায় রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া রাস্তার পাশের বাড়িঘর ধুলায় ধুসরিত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এসব অভিযোগে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল, জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা ও আগধল্যা, বানাইল ইউনিয়নের নরদানা এবং ফতেপুর ইউনিয়নের থলপাড়াসহ মাটি কাটার বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি ভর্তি মাহেন্দ্র চলাচল করে গ্রামের রাস্তা নষ্ট করার অপরাধে রোহিতপুর গ্রামের সালাউদ্দিন ও শুভুল্যা গ্রামের মফিজ মিয়ার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লৌহজং নদীর ইচাইল এলাকায় এবং থলপাড়া এলাকায় মাটি কাটার অপরাধে দুটি ভেকু মেশিন জব্দ এবং আগধল্যা এলাকায় ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে শাকিলা বিনতে মতিন জাগো নিউজকে জানান, সরকারি বালু মহালসহ নদীর পাড় ও ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এজন্য তিনি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ অভিযান চলমান থাকবে।

এস এম এরশাদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।