নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:২১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

মৌলভীবাজার পৌর শহরের সুলতানপুরে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে বিথী আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পূর্ব সুলতানপুরে এ ঘটনা ঘটে। বিথী ঐ এলাকার বাদশা মিয়ার মেয়ে। সে মৌলভীবাজার আলী আমজাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদশা মিয়া পূর্ব সুলতানপুর এলাকার সায়রা বেগমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিকেলে বাসার পাশে লাল সবুজ সৈয়দ আশরাফ আলী হাউসিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দেওয়াল ধ্বসে পড়লে বিথী চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।