বোরকা পরে বালিকা বিদ্যালয়ে ঢুকে পুলিশের হাতে ধরা বালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরকা পরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী পুলিশের হাতে আটক হয়েছে।

পরে এ ঘটনার ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আটক ছাত্রের নাম সাদমান সাকিব-১৪। সে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং আলাইপুর এলাকার সুখেলের ছেলে।

নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বোরকা পরে আসা ওই ছাত্রের আচরণে সন্দেহ হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা পুলিশকে খবর দেয় তারা। পুলিশ অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে এলে পালানোর চেষ্টা করে সে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক সাদমান সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের প্রভাতি শাখার নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।