সৈয়দপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ রেস্তোরাঁকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

নোংরা পরিবেশ, খাদ্য পণ্য তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুটি রেস্তোরাঁকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামারপুকুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম। এসময় সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মিষ্টি ও পরোটায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও নোংরা পরিবেশের দায়ে সবুজ হোটেলের মালিককে পাঁচ হাজার ও কুটুমবাড়ি হোটেলের মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।