ঝিনাইদহে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

ঝিনাইদহ সদরের কেষ্টপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কৃষ্ণপুর গ্রামের মনছের মণ্ডল (৫৫), কল্যাণপুর গ্রামের মুন্না মণ্ডল (২৫), পূর্ব কৃষ্ণপুর গ্রামের ইকবাল হোসেন, কলম মণ্ডল (৪৫) ও মোহাম্মদ নাসিমকে (২২) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনছের মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সংসদ নির্বাচনে সদর উপজেলার সুরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দার স্বতন্ত্র ঈগল প্রতীকের বিজয়ী সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীকে সমর্থন করেছিলেন। নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীকে সমর্থন করেছিলেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ। নির্বাচন নিয়ে উভয়ের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে সন্ধ্যায় আশরাফ চেয়ারম্যানের এক সমর্থককে কল্যাণপুর বাজারে মারধর করেন প্রতিপক্ষ কবির হোসেন জোয়ার্দারের সমর্থকরা। এর কিছুক্ষণ পর কেষ্টপুর গ্রামে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।



ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন সুলতানা বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরের চিহ্ন রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।