টেকনাফে টুরিস্ট বাসের ধাক্কায় রোহিঙ্গা ২ শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

কক্সবাজার-টেকনাফ সড়কে পায়রা সার্ভিস নামে একটি টুরিস্ট বাসের ধাক্কায় মোহাম্মদ হাসান (৫) ও মোহাম্মদ ইসমাইল (৮) দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফের হ্নীলার লেদা বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান ও ইসমাইল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৫ ডি/২৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে ও সালেহ আহমেদের ছেলে।

ক্যাম্প-২৫ হেডমাঝি নুরুল আমিন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পর্যটক নিয়ে পায়রা সার্ভিসের (কক্সবাজার-জ-১১-০১৭৯) একটি টুরিস্ট বাস টেকনাফের দিকে যাচ্ছিলো। সকাল ৮টার দিকে লেদা ব্রিজ এলাকায় ৭-৮ বছর বয়সের দুইজন রোহিঙ্গা শিশু রাস্তা পার সময় দ্রুত গতিতে আসা বাসটি তাদের ধাক্কা দিলে শিশু দুটি ঘটনাস্থলেই নিহত হয়।

টেকনাফের হো য়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী জাগো নিউজকে তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এনাইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।