হেলমেট পরা যুবকের মরদেহ ভেসে এলো বাংলাদেশে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে জোয়ারের পানিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভেসে এসেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহের মাথায় জলপাই রঙের হেলমেট ও গায়ে পোশাক রয়েছে। এসব দেখে ধারণা করা হচ্ছে, মরদেহটি মিয়ানমারের জান্তা বাহিনীর কোনো সদস্যের।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার নুরুল আবছার বলেন, মরদেহের মাথায় হেলমেট ও গায়ে খাকি পোশাক রয়েছে। দেখে মনে হচ্ছে, এটা মিয়ানমার বাহিনীর কোনো সদস্যের মরদেহ। মরদেহটি নাফ নদী হয়ে স্রোতে ভেসে এসেছে।

ওসি শামীম হোসেন বলেন, মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।