ইউপি নির্বাচনে খুনের দায় কমিশন নেবে না


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১০ এপ্রিল ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চলমান পরিবেশ স্বাভাবিক দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ভোট কেন্দ্রের বাহিরের খুনের দায় নির্বাচন কমিশন নেবে না।

রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।   

কমিশনার বলেন, যারা ভোট করছেন, নির্বাচিত হচ্ছেন, ভোট কেন্দ্রের বাহিরের খুনের এ দায় তাদেরই নিতে হবে। কারণ দুই পক্ষের মধ্যে মারামারি করে তারাই খুনোখুনিতে জড়াচ্ছেন। তবে এসব ঘটনা কোনো ভাবেই কাম্য নয় বলেও জানান তিনি।
 
কমিশনার আরো বলেন, এসব ঘটনার যেন আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে তা দমনের নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলোই পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের মধ্যে দাঙা-হাঙ্গামায় জড়াবেন না। নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয় এমন কোনো মন্তব্য করবেন না। কারণ তারা এমন কিছু আজগুবি কথাবার্তা বলায় নির্বাচনী সুন্দর পরিবেশ বিনষ্ট হয়।

সদ্য বিলুপ্ত ছিটমহল যুক্ত ইউনিয়ন পরিষদগুলোর স্থগিত করা নির্বাচন কবে হবে ? সাংবাকিদের এমন প্রশ্নে নিবার্চন কমিশন মোহাম্মদ আবু হাফিজ বলেন, বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্তের পরই স্থগিত হওয়া এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় আরো লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম, জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, বিজিবি ও আনসার কর্মকর্তারাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিউল হাসান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।