নীলফামারীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

নীলফামারীতে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের পাঁচটি টিকিট ও নগদ অর্থসহ কালোবাজারির দুই সদস্যকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আশরাফুল ইসলাম লিখন (৩২) এবং চিলাহাটির মিন্টু আলী (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে একটি দল চিলাহাটি স্টেশনে অভিযান চালায়। অভিযানকালে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করে। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের পাঁচটি টিকিট, টিকিট বিক্রির নগদ এক হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।