কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই যুবক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এসময় দুই যুবকের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করেন তারা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলবাড়ি থানায় ওই দুই যুবককে সোপর্দ করে বিজিবি ।
বিজিবি সূত্র জানায়, দুপুরে ফুলবাড়ী উপজেলার বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির একটি বিশেষ টিম দুই বাংলাদেশি যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় দুই যুবকের একটি মোটরসাইকেল সীমান্তে রেখে যাওয়ায় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ছাইদুর রহমান দুই বাংলাদেশি যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এ এস আই বিষ্ণু পদ দাস জানান, দুই বাংলাদেশি যুবককে বিজিবি থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলার প্রস্তুতি চলছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস