মোংলা বন্দরে যুক্ত হলো অত্যাধুনিক টাগ বোট নীল কমল ও জয়মনি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

বাগেরহাটের মোংলা বন্দরে আগত বড় বিদেশি বাণিজ্যিক জাহাজ দ্রুত সময়ে ও নিরাপদে জেটিতে ভেড়াতে বন্দরে যুক্ত হয়েছে এম টি নীল কমল ও এম টি জয়মনি নামের দুটি অত্যাধুনিক টাগ বোট।

বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) দুপুর ২টায় বন্দরের পাঁচ নম্বর জেটিতে এ নৌযান দুইটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।

মোংলা বন্দরে যুক্ত হলো অত্যাধুনিক টাগ বোট নীল কমল ও জয়মনি

হংকংয়ের চিও লি শিপইয়ার্ডে নির্মিত এ টাগ বোট দুটি বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার দুপুরে ৫ নম্বর জেটিতে টাগ বোট দুটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগ বোটের। এর আগে মোংলা বন্দরে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল মাত্র ৪০ বোলার্ডের।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ১৭৪কোটি টাকা ব্যয়ে টাগ বোট দুটি সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৭০ বোলার্ডের দুটি টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরে আগত বড় বাণিজ্যিক জাহাজগুলো দ্রুত সময়ে ও নিরাপদে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডেলিংয়ে মোংলা বন্দরের সক্ষমতায় নব দিগন্তের সূচনা হলো।

মোংলা বন্দরে যুক্ত হলো অত্যাধুনিক টাগ বোট নীল কমল ও জয়মনি

উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) এবং উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মাকরুজ্জামান।

আবু হোসাইন সুমন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।