চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে ছুন্নি খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুন্নি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিসপাড়ার চাঁদ আলীর মেয়ে। সে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মায়ের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে মেয়ে ছুন্নি খাতুনের মনোমালিন্য হয়। এতে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দেয় সে। পরে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তোশারেফ হোসেন বলেন, শুনেছি বাড়িতে পড়ার সময় গলায় ফাঁস দিয়েছে মেয়েটি। তাকে কেউ বকাঝকাও করেনি। কী কারণে আত্মহত্যা করেছে সঠিক তথ্য জানা যায়নি।

তিনি আরও বলেন, অনেকের মুখে শোনা যাচ্ছে মেয়েটি এসএসসি পরীক্ষার্থী ছিল। এটা ভুল তথ্য। বেঁচে থাকলে আগামী বছর সে এসএসসি পরীক্ষা দিতো।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার মামুন বলেন, রাতেই এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবার জানিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় ছুন্নিকে জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ছুন্নি খাতুনের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশের তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা স্থানীয়দের।

হুসাইন মালিক/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।