চুয়াডাঙ্গায় পিকনিক বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় মফিজ মিয়া (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মফিজ মিয়া উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মফিজ মিয়া ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে তালসারি নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগতির পিকনিক বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় মফিজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার (ওসি) আলমগীর কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা থেকে মুজিবনগরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হোসাইন মালিক/এনআইবি/এএসএম