চার জেলায় বন্ধ গ্যাস, সিরাজগঞ্জে কাজ করছে জিটিসিএল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ নির্মাণ কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন করা হচ্ছে। এতে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া ও পাবনা জেলার গ্যাস সরবরাহ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং ডিভিশনের জেনারেল ম্যানেজার আইনুল কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য টাই-ইন/হক-আপ কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে সম্পন্ন হবে।

এ কার্যক্রম চলাকালে পিজিসিএল আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও জানানো হয়।

এম এ মালেক/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।