ভাঙারির দোকানে পাওয়া গেলো মর্টারশেল!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে ওই দোকানে মর্টারশেলটি দেখতে পান স্থানীয়রা।

তবে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত মর্টার শেলটি নিস্ক্রিয় করা হয়নি এবং দিনভর দোকানটি তালাবদ্ধ রাখা হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আনিছুর নামে এক ফেরিওয়ালী বাংলাবান্ধা এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে তা ওই দোকানে বিক্রি করেন। রাতে পুরাতন লোহা কিনতে এসে এক ব্যক্তি বস্তুটিকে দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাতেই বস্তায় বালু ভরে চাপা দিয়ে দোকানে পাশেই সেটি রাখার ব্যবস্থা করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে আইনি কিছু প্রক্রিয়া থাকায় চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করতে কিছুটা সময় লাগছে।

সফিকুল আলম/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।