চুয়াডাঙ্গায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক
চুয়াডাঙ্গার জীবননগরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ফেব্রয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাঁকা ব্রিকফিল্ড মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হাসপাতাল পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে পরশ (৩০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬) ও একই উপজেলার বাঁকা আশতলা পাড়ার আজগর আলীর ছেলে লাল্টু হোসেন (৪০)।
জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার বাঁকা আশতলা পাড়ার ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য লাল্টু, পরশ এবং সালাউদ্দিনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবেদ হাসান জানান, তাদের নামে থানায় মামলা করা হয়েছে।
আরএইচ/এএসএম