চাঁপাইনবাবগঞ্জে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রীর নামে ‘ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা’ উদ্বোধন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে নির্মিত মাটির বাড়িতে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ মন্ত্রীপরিষদ সচিবকে আদিবাসী নৃত্য দিয়ে স্বাগত জানায়।

জানা যায়, জমিদার বংশের বউ হয়েও কৃষকদের ওপর নির্যাতন যুলুমের প্রতিবাদে তাদেরকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ইতিহাসের অংশ হয়েছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র।

এবার সেই মহীয়সী নারী ইলামিত্রের সংগ্রাম আন্দোলনের ইতিহাত ও স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করেন তিনি। পরে মাটির তৈরি দ্বিতল ভবনের সংগ্রহশালা ঘুরে দেখেন মাহবুব হোসেন।

এসময় তিনি বলেন, এই সংগ্রহশালাকে ঘিরে রয়েছে বড় পরিকল্পনা। এখানে মহীয়সী নারী ইলামিত্রের বিভিন্ন ইতিহাস সংগ্রামের গল্পের সংগ্রহ থাকবে, যা ইতিহাসপ্রেমীদের জন্য সহায়ক হবে। এছাড়াও থাকবে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহা. হুমায়ন কবির, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সোহান মাহমুদ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।