৩২ কেজির বাঘাইড় ৪০ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন অনন্ত বিশ্বাস নামের এক ব্যবসায়ী।

অনন্ত বিশ্বাস বলেন, জেলার যে কোনো নদ-নদীতে বড় মাছ ধরার খবর পেলে কিনে সেটি বাজারে বিক্রি করি। বিকেলে ভুরুঙ্গামারীর দুধকুমার নদে একটি বাঘাইড় ধরা পড়ার খবর পড়লে সেখানে গিয়ে ৪০ হাজারে মাছটি কিনে নেই। আশা করছি কেজিপ্রতি ১৩০০-১৩৫০ টাকা দরে বিক্রি করতে পারবো। এতে আমার ২-৩ হাজার টাকা লাভ হবে।

৩২ কেজির বাঘাইড় ৪০ হাজারে বিক্রি

আরেক মাছ ব্যবসায়ী মন্টু শেখ জানান, নদীতে বাঘাইড় শিকারের মৌসুম চলছে। কিন্তু এরকম বড় মাছ নিয়মিত ধরা পড়ে না। মাঝে মাঝে এর থেকেও বড় মাছ শিকার করে জেলেরা। তবে সেটি ভাগ্যের ব্যাপার।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।