হাতীবান্ধায় খুরা রোগের সংক্রমণে অর্ধশত গরুর মৃত্যু


প্রকাশিত: ১০:১৩ এএম, ১১ এপ্রিল ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় খুরা রোগ মহামারি আকার ধারণ করেছে। এ অঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে অর্ধশত গরু ও  ছাগলের মৃত্যুর খবর পাওয়া গেছে। গরুর সঠিক চিকিৎসা করতে না পেরে দিশাহারা হয়ে পড়ছেন সাধারণ কৃষকরা।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা, পূর্ব সারডুবী, দোলাপাড়া ও পশ্চিম সারডুবী গ্রামে গরুর খুরা রোগ মহামারি আকার ধারণ করেছে। তবে এসব এলাকায় রোগ সংক্রমণের দশ দিনেও স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের কেও খোঁজ নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

Lalmonirhat-Cow

সরেজমিনে সোমবার দুপুরে গ্রামগুলো ঘুরে দেখা গেছে, প্রায় শতাধিক গরু, ছাগল ও ভেড়া খুরা রোগে আক্রন্ত হয়ে পড়েছে। পূর্ব সারডুবী গ্রামের লাবলু মিয়ার একটি গাভী সোমবার রাতেই মারা গেছে। এর আগে উপজেলার পূর্ব সারডুবী গ্রামের আনারুল ইসলামের একটি, দুলুর একটি, আজিবরের একটি, আলতাবের একটি, ছোবাহানের একটি, বদর মিয়ার একটি, বাবুলের একটি ও শেয়ালী বেওয়ার একটি গরুর খুরা রোগে আক্রন্ত হয়ে মৃত্যু হয়।

বর্তমানে এলাকার ক্ষুদ্র খামারি ও গরু মালিকদের মাঝে খুরা রোগের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই গরু হারানোর ভয়ে কম দামে গরু বাজারে বিক্রি করে দিচ্ছেন।

পূর্ব সারডুবী গ্রামের আলতাব মিয়া অভিযোগ করে বলেন, পশু চিকিৎসকরা একদিনও গ্রামে এসে খোঁজ নেয় না।

Lalmonirhat-Cow

কৃষক লাবলু হোসেন বলেন, কয়েক সপ্তাহ আগে বড়খাতাহাট থেকে ২০ হাজার টাকা দিয়ে একটি গাভী কিনে এনেছি খুরা রোগে আক্রন্ত হয়ে গতরাতে গাভীটির মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মকবুল হোসেনে জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য একজনকে পাঠিয়েছি। এ রোগে বেশীরভাগ সময় গরুর বাছুর আক্রন্ত হয়। এটি একটি ভাইরাসজনিত রোগ। প্রতিশোধক টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।