ছাগলছানা খেতে এসে মারা পড়লো মেছো বিড়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:০২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
মেছো বিড়াল

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়াতে ছাগলছানা খেতে গিয়ে গৃহকর্তার হাতে মারা পড়েছে একটি মেছো বিড়াল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামের হেলাল মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মেছো বিড়ালের আক্রমণের শিকার হন ওই গৃহকর্তা।

এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মেছো বিড়াল দেখতে হেলাল মন্ডলের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।

ছাগলছানা খেতে এসে মারা পড়লো মেছো বিড়াল

গৃহকর্তা হেলাল মন্ডল বলেন, সোমবার ভোর ৪টার দিকে ছাগল রাখার ঘর থেকে হঠাৎ ছাগলের ডাকাডাকি ও অদ্ভুত এক আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান তিনি। এ সময় মেছো বিড়ালটি তার ওপর আক্রমণ করে। নিজেকে রক্ষার্থে হাতে থাকা টেকি দিয়ে আঘাত করলে মেছো বিড়ালটি মারা যায়। মেছো বিড়ালের আঘাতে তার পায়ে ক্ষত হয়েছে।

স্থানীয় ৪নং ওয়ার্ড সদস্য মো. আফজাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেছো বিড়ালটি লম্বায় প্রায় আড়াই ফুট হবে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।