জিনিসপত্রের দাম কমানোসহ সর্বজনীন রেশনিংয়ের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ সর্বজনীন রেশনিংয়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

জিনিসপত্রের দাম কমানোসহ সর্বজনীন রেশনিংয়ের দাবি

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যহ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড রেবুতি বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য কমরেড আব্দুলাহ আদিল নান্নু, বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরশাসক নিজের সিংহাসনকে পাকাপোক্ত করার জন্য জনমতকে উপেক্ষা করে, ডামি ও প্রহসনের নির্বাচন আয়োজন করে, ক্ষমতায় আসীন হয়ে দেশটাকে একটা লুটপাটের রাজত্বে পরিণত করেছে। জনজীবন বিপর্যস্ত, জিনিসপত্রের দামে লাগামহীন উর্ধ্বগতি। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সর্বজনীন রেশনিংয়ের দাবি জানান বক্তারা।

শামীম সরকার শাহীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।