নকল করায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে নকল করায় নুরানী খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কার হওয়া নুরানী খাতুন উপজেলার আমলাগাছী বালিকা উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

কেন্দ্র সচিব আব্দুন নূর জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে নুরানী খাতুন হাতে লেখা কাগজ দেখে দেখে পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাকে বহিষ্কার করেন।

পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।