চাঁদপুরে দুই দোকান মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৩ মার্চ ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই দোকানমালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩ মার্চ) দুপুরে বাজার তদারকি করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, বাজারে বিস্কুট ও কেকের মেয়াদের তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণের দায়ে সেন্টার পয়েন্ট নামের এক প্রতিষ্ঠানমালিককে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় আনন্দ পোল্ট্রি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।