মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করে শিক্ষক আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বন্ধ ও বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে তৌফিকুল ইসলাম (৫০) নামে কলেজের এক প্রভাষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) দুপুরে জামবাড়িয়া ডিগ্রি কলেজের একটি কক্ষ থেকে তাকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামবাড়িয়া ডিগ্রি কলেজে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ চলছিল। এ সময় আরবি বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে নানান কটূক্তি করে মাইকটি বন্ধ করে দেন। এ ঘটনায় অন্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে তার বিচার দাবিতে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান।

জামবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন আইরন বলেন, একজন রাষ্ট্রদ্রোহী হলেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। প্রভাষক তৌফিক এর আগেও জাতির পিতা সম্পর্কে কটূক্তি করে রেহায় পাওয়ায় আবারও এমন ঘটনা ঘটিয়েছে।
তবে এ বিষয়টি অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৌফিকুল ইসলাম।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
মো.সোহান মাহমুদ/এফএ/জিকেএস