উপ-নির্বাচন

ব্যালটে আপেলের স্থলে কদম ফুলের ছবি, নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৯ মার্চ ২০২৪

ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ১০ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে এ ঘটনা ঘটে।

এ ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে শনিবার (৯ মার্চ) উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন স্থগিত করে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের জন্য সব আয়োজন সম্পন্ন হয়। ভোটগ্রহণের শুরুতে ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমপুর প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের নজরে আসে।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণের জন্য সব প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এখানে সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কাত্তিক (তালা) ও মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে পাঁচপ্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।