বগুড়ায় স্কুলছাত্র হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১০ মার্চ ২০২৪

বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র অপহরণের দায়ে সুজন সরকার (২৬) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। হত্যার পর মরদেহ গুমের অপরাধে আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সুজন সরকার শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের জাফর সরকারের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিরি কারাগারে ছিলেন।

স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় ওই গ্রামের সাইদুল ইসলাম সরকারের ছেলে। সে লক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

মামলার এজাহারে জানা যায়, সুজন ও বুলবুল প্রতিবেশী। ২০২২ সালের ৫ অক্টোবর সকালে বুলবুল খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বের হয়। সুজন তাকে মধু খাইয়ে খেলার কথা বলে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে মাছ মারার টোপ খুঁজতে সহযোগিতা করতে বলে। টোপ না পেয়ে বুলবুল আসামি সুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রাগে তিনি দুই হাতে গলা চেপে বুলবুলকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুজন বাড়িতে গিয়ে ধারালো চাকু নিয়ে আবারও বাঁশঝাড়ে এসে বুলবুলের হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে মরদেহ গুম করার জন্য পাশের একটি বন্ধ ইট ভাটার চুল্লির মধ্যে ফেলে দেন। পরে ১১ অক্টোবর মরদেহ পচে গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বুলবুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ওইদিন রাতেই পুলিশ সুজনকে গ্রেফতার করে। পরে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রায় চারমাস পর ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি মামলা তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানা পুলিশের এসআই ফারুক আহমেদ আদালতে সুজনকে একমাত্র আসামি করে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন ও ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ আদেশ দেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।