নীলফামারীতে নিখোঁজ ছাত্রের সন্ধানের দাবি


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৩ এপ্রিল ২০১৬

নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের নিখোঁজ ছাত্র নুরে আলমের সন্ধানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ওই কলেজের অনার্স তৃতীয় বর্ষের সহপাঠি ও কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন সমাবেশ শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

বুধবার দুপুরে ১২টায় ঘণ্টাব্যাপী শহরের চৌরঙ্গীর মোড় স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন ওই কলেজের শিক্ষার্থী কামরুল আলম নয়ন, কামরুজ্জামান কনক, আব্দুল আজিজ, ইমরান হোসেন ও শাহ মো. সাদেকসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত সোমবার রাত দেড়টার দিকে তিনটি গাড়িতে সাদা পোশাকের ৪০ জন লোক প্রশাসনের পরিচয় দিয়ে জেলা শহরের উকিলের মোড় মহল্লাস্থ মৃত আব্দুল কাদেরের ছেলে নুরে আলমকে তার নিজ বাসভবন থেকে তুলে নিয়ে যায়। তাকে ২০ মিনিটের মধ্যে ফেরত দেয়া হবে জানালেও তাকে আর ফেরত দেয়া হয়নি। এ ঘটনায় নুরে আলমের মা নুর নাহার বেগম ঘটনার পরের দিন সকালে নীলফামারী থানায় জিডি করেন।

বক্তারা আরো বলেন, একজন মেধাবী ছাত্রের জীবন থেকে শিক্ষার আলো মুছে যাবে এটা হতে পারে না। নুরে আলমকে দ্রুত তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। অন্যথায় কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

জাহেদুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।