নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১২ মার্চ ২০২৪

বগুড়ার নন্দীগ্রামে ইফতারের দোকানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় এক দোকানিকে ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নন্দীগ্রাম পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন, উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বিভিন্ন বাজারে ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। এছাড়া খবার স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কিনা এসব বিষয়ে তদারকি করা হয়।

এ বিষয়ে হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, আজকের অভিযানে উপজেলার সিমলা বাজারের মোশারফ হোসেনের চানাচুরের দোকানে ট্রেড লাইন্সেস না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।